গরমকালেও শীতের মতো ফাটছে ঠোঁট, কীভাবে উপকার পাবেন ?

গরমকালেও আপনার ঠোঁট ফাটতে পারে। রুক্ষ এবং শুষ্ক হয়ে যেতে পারে। এইসব সমস্যার সমাধানের জন্য সঠিক ভাবে যত্ন নিতে হবে ঠোঁটের।

লিপ-বাম

ত্বক আর্দ্র রাখার জন্য আপনি যেমন ময়শ্চারাইজার ব্যবহার করেন, তেমনই ঠোঁটের রুক্ষ-শুষ্ক ভাব দূর করার জন্যেও নিয়মিত লিপ-বাম কিংবা লিপ-ক্রিম ব্যবহার করতে হবে।

সুগার স্ক্রাব

ত্বকের মরা কোষ ঝরানোর জন্য আমরা স্ক্রাব করে থাকে। একই ভাবে ঠোঁটের ক্ষেত্রেও এক্সফোলিয়েশন প্রয়োজন। এক্ষেত্রে সুগার স্ক্রাব ব্যবহার করতে পারলে সবচেয়ে বেশি উপকার পাবেন।

শিয়া বাটার

ঠোঁটে মোলায়েম ভাব বজায় রাখার জন্য ব্যবহার করতে পারেন শিয়া বাটার। এই উপকরণ যুক্ত অনেক ক্রিম এখন বাজারে কিনতে পাওয়া যায়। ঠোঁটের জন্য বিশেষ করে শিয়া বাটার যুক্ত লিপ-বামও ব্যবহার করতে পারেন।

ঠোঁটে ক্রিম লাগিয়ে নিন

রাতে ঘুমোতে যাওয়ার সময় বিশেষ করে ঠোঁটে ক্রিম লাগিয়ে নিন। তাহলে ঠোঁট ফাটার প্রবণতা কমবে।