একেবারে ব্য়স্ততম স্টেশন এই এসপ্ল্যানেড মেট্রো স্টেশন

ইস্ট-ওয়েস্ট মেট্রোর গ্রিন লাইন চালু হয়েছে সপ্তাহখানেক আগে। আর তারপর থেকেই এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে টিকিট বিক্রি হু হু করে বৃদ্ধি পেয়েছে। কলকাতা মেট্রোর একেবারে ব্য়স্ততম স্টেশন এই এসপ্ল্যানেড মেট্রো স্টেশন।

শিয়ালদার সঙ্গে এসপ্ল্য়ানেডের যোগসূত্র তৈরি হবে

আর গ্রিন লাইন চালু হওয়ার পরে সেই স্টেশনের গুরুত্ব একেবারে কয়েকগুণ বেড়ে যায়। এই স্টেশনটা একেবারে সন্ধিস্থানে অবস্থিত। নর্থ সাউথ ব্লু লাইন ও ইস্ট-ওয়েস্ট গ্রিন লাইনের মধ্য়ে একেবারে সন্ধিস্থানে। বছরের শেষের মধ্য়েই মোটামুটি শিয়ালদার সঙ্গে এসপ্ল্য়ানেডের যোগসূত্র তৈরি হবে।