গরু পাচার কান্ডে তলব করা হয় দেবকে।
দেবকে ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারী আসতে হয়েছিল নিজাম প্যালেসে।
তিনি বলেন, ''চুরি করিনি, তাই কোনও ভয় নেই। যত বার ইডি ডাকবে, আসব। আজও শুটিং বাতিল করে এসেছি।''