জবা ফুলের উপকারিতা জানেন ? জানলে অবাক হবেন

ভীষণ চেনা এই ফুল ত্বক করে মাখনের মত নরম, গায়েব করে বলিরেখা-ব্রণ, রুখে দেয় ক্যানসারের ঝুঁকি।

জবা ফুল সকলের অতি পরিচিত একটি ফুল। শুধু পুজোয় নয়, এই ফুলের পাঁপড়ি দিয়ে বানানো হয় চা,যার গুণ জানলে অবাক হবেন।

ক্যানসারের ঝুঁকি

জবা ফুলে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট, ভিটামিন সি ও মিনারেল। উদ্বেগ ও উদ্দীপনা কমাতে, হজমশক্তি বৃদ্ধিতে, ক্যানসারের ঝুঁকি কমাতে জবা ফুলের চা কার্যকরী।

সুস্থ ত্বক

জবা ফুলে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড-সহ একাধিক উপাদান, যা উজ্জ্বল ও সুস্থ ত্বকের জন্য খুব জরুরি। নিয়মিত এই চা খেলে ত্বকের যে কোনও সমস্যাই দূর হতে পারে।

ত্বকের জেল্লা

জবা ফুলের চায়েররং হয় লাল,স্বাদে খানিকটা টক। নিয়মিত জবা ফুলের চা খেলে শরীর সুস্থ থাকবে, বাড়বে ত্বকের জেল্লা।