Rafael-Nadal-practices-at-Paris-2024-Olympics-838x1024

সরে যেতে পারেন রাফায়েল নাদাল

এবারের প্যারিস অলিম্পিক গেমসের লন টেনিস প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন স্প্যানিশ কিংবদন্তি রাফায়েল নাদাল। প্রথম রাউন্ডে স্বদেশীয় তারকা কার্লোস আলকারাজকে সঙ্গী করে ডাবলসের ম্যাচ জিতেছেন। কিন্তু এরপরেই গেমসের টেনিসের সূচি নিয়ে তিনি অসন্তুষ্ট। সিঙ্গেলস থেকে নাম প্রত্যাহারও করতে পারেন এটাও শোনা যাচ্ছে।

rafael-nadal-tennis_2024-01-08_10-39-34

বিশ্রামের সুযোগও পাচ্ছেন না

শনিবার রাত ১০ টায় ম্যাচ শেষ হওয়ার পর রবিবার দুপুরে ২টোয় রাখা রয়েছে রাফায়েল নাদালের সিঙ্গেলস। অর্থাৎ একটা ম্যাচ খেলার পরে একটা দিনের পর্যাপ্ত বিশ্রামের সুযোগও পাচ্ছেন না। এই জায়গাতেই ক্ষুব্ধ তিনি।