জল্পনাই তুঙ্গে উঠেছে

আজই কি নাগরিকত্ব সংশোধনী আইনের নিয়ম প্রকাশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার? সেই জল্পনাই তুঙ্গে উঠেছে।

আমি পুরো আইনটা দেখার জন্য অপেক্ষা করছি

নবান্নে সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যদি CAA দেখিয়ে NRC নিয়ে এসে যাঁরা এখানকার নাগরিক, তাঁদের নাগরিকত্ব বাতিল করা হয়, তাহলে আমরা তীব্র প্রতিবাদ করব। আমরা NRC মানব না। এটা লোকদেখানো। ভোটের জন্য লোক দেখিয়ে করছে। নাগরিকত্ব তো দু'দিনে দেওয়া যায় না। আমি পুরো আইনটা দেখার জন্য অপেক্ষা করছি। বাংলায় যাঁরা বসবাস করেন, তাঁরা সবাই নাগরিক। বাংলার পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।