অভিযোগ এনে সরব ওই তরুণী

ISF বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। গত বছর পঞ্চায়েত নির্বাচনের সময় এক তরুণীর এই অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল রাজ্য রাজনীতি। পরে কলকাতা হাইকোর্ট থেকে ওই মামলায় আগাম জামিন পান ভাঙড়ের বিধায়ক। এবার নওশাদের বিরুদ্ধে অন্য অভিযোগ এনে সরব ওই তরুণী।

নওশাদের আগাম জামিন খারিজের আবেদন জানিয়েছেন কলকাতা হাইকোর্টে

নওশাদের আগাম জামিন খারিজের আবেদন জানিয়েছেন কলকাতা হাইকোর্টে। তরুণীর অভিযোগ, নওশাদ আগাম জামিন পেতেই ISF বিধায়কের সঙ্গীরা তাঁর সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ছবি পাঠাচ্ছে এবং অশ্লীল মন্তব্য করছে। মঙ্গলবার বিচারপতি চিত্তরঞ্জন দাস ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। সেখানে বিচারপতিরা প্রশ্ন তোলেন, ওই সব মন্তব্যের পিছনে নওশাদের ভূমিকা রয়েছে, তা কী করে প্রমাণিত হচ্ছে?