চোখের চারপাশে কালো গোল দাগ ? নেপথ্যে কি কোনও শারীরিক সমস্যা ?

ঘুমের অভাব, ক্লান্তি, অবসাদ ছাড়া আর কোন কারণে চোখের নীচে কালি পড়তে পারে? জীবনযাপনে বদল আনলেই কি সমস্যার সমাধান হবে ?

বংশগত

বহু মানুষেরই ঘরোয়া টোটকা ব্যবহার করে, ঘুমিয়েও চোখের তলার কালি যায় না। এর কারণ হতে পারে বংশগত। অনেকেরই জন্ম থেকে চোখের নীচের চামড়া বেশ পাতলা হয় বা বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে হাইপার পিগমেন্টশনের সমস্যা হয়। ত্বকের বর্ণ যখন গাঢ় হতে শুরু করে, তাকে বলে হাইপার-পিগমেন্টেশন। যার ফলে, ঘুম হোক বা না হোক, ক্লান্তি না থাকলেও, চোখের চারপাশে কালো ছোপ উঠতেই চায় না।

জলশূন্যতা

শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ সঠিক ভাবে সম্পাদনের জন্য শরীরে জলের প্রয়োজন। শুধু পানীয় জল নয়, ফলের রস, খাবার থেকেও সেই ঘাটতি পূরণ হয়। কোনও কারণে, শরীরে জলাভাব তৈরি হলে ত্বকের ঔজ্জ্বল্য কমার পাশাপাশি চোখের উপর নীচেও কালি পড়তে পারে।

ঘুমের অভাব

ঠিকমতো ঘুম না হওয়া, দুশ্চিন্তা, ক্লান্তি, উদ্বেগ এই সমস্ত কিছুই থাকতে পারে চোখের কালির নেপথ্যে।

বয়স

চোখের চারপাশের চামড়া এমনিতেই সংবেদনশীল হয়। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে চোখের নীচের চামড়া আরও পাতলা হয়ে যায়। যার জেরে কালচে ভাব আরও বেশি মনে হয়।