প্রার্থী তালিকায় ২৬ জন নতুন মুখকে জায়গা দিয়েছে তৃণমূল

শুধু ব্রিগেডেই নয়, তৃণমূলের প্রার্থী তালিকাতেও পরের পর চমক৷ নবীন প্রবীণ মিশেলে তৈরি হওয়া প্রার্থী তালিকায় ২৬ জন নতুন মুখকে জায়গা দিয়েছে তৃণমূল৷ তাঁদের মধ্যে ১১ জন বিধায়ক এবং রাজ্যের দুই মন্ত্রীও রয়েছেন৷

যে ২৬ জন নতুন মুখকে তৃণমূল প্রার্থী করেছে- দার্জিলিং- গোপাল লামা আলিপুরদুয়ার – প্রকাশচিক বড়াইক আরামবাগ-মিতালি বাগ বহরমপুর- ইউসুফ পাঠান বালুরঘাট- বিপ্লব মিত্র বনগাঁ-বিশ্বজিৎ দাস বাঁকুড়া-অরূপ চক্রবর্তী বর্ধমান পূর্ব- ডক্টর শর্মিলা সরকার ব্যারাকপুর-পার্থ ভৌমিক বিষ্ণুপুর- সুজাতা মণ্ডল বর্ধমান দুর্গাপুর- কীর্তি আজাদ কোচবিহার- জগদীশ চন্দ্র বাশুনিয়া হুগলি- রচনা বন্দ্যোপাধ্যায় যাদবপুর- সায়নী ঘোষ জলপাইগুড়ি- নির্মল চন্দ্র রায় ঝাড়গ্রাম-কালীপদ সোরেন কাঁথি-উত্তম বারিক মালদা দক্ষিণ- শাহনওয়াজ আলী রহমান মালদা উত্তর- প্রসূন বন্দ্যোপাধ্যায় মথুরাপুর-বাপি হালদার মেদিনীপুর-জুন মালিয়া পুরুলিয়া-শান্তিরাম মাহাতো রায়গঞ্জ- কৃষ্ণ কল্যাণী রানাঘাট- মুকুট মণি অধিকারী তমলুক-দেবাংশু ভট্টাচার্য

বিজেপির টিকিটে জিতে আসা তিন জন বিধায়ক

রয়েছেন বিজেপির টিকিটে জিতে আসা তিন জন বিধায়ক ৷ বনগাঁ থেকে প্রার্থী করা হয়েছে বিশ্বজিৎ দাসকে৷ রানাঘাট কেন্দ্র থেকে প্রত্যাশিত ভাবেই প্রার্থী করা হয়েছে কয়েকদিন আগে তৃণমূলে যোগ দেওয়া মুকুটমণি অধিকারীকে৷ রায়গঞ্জ কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী করা হয়েছে বিজেপি থেকে তৃণমূলে আসা কৃষ্ণ কল্যাণীকে৷