শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা

উত্তরবঙ্গে বৃষ্টি বেড়ে যাবে। সম্ভাবনা রয়েছে তুষারপাতের। দক্ষিণবঙ্গেও বৃষ্টির সতর্কতা রয়েছে শুক্রবার পর্যন্ত। ভারী বৃষ্টি হতে পারে শনিবার উত্তরবঙ্গে। দিনভর মেঘলা আকাশ থাকবে। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা।

বিক্ষিপ্তভাবে দু’এক জায়গায় শিলাবৃষ্টি

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে বেশি বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে দু’এক জায়গায় শিলাবৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে শনিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি, উপরের দিকের পাঁচ জেলায় আগামী চার দিন।