৩ দিন ব্যাঙ্ক বন্ধ
২৬ এপ্রিল দ্বিতীয় দফার ভোট। ফলে দেশের বহু জায়গায় বন্ধ থাকবে ব্যাঙ্ক। এরপর আবার মাসের শেষ শনিবার। হওয়ায় সাপ্তাহিক ছুটির দিন থাকে ব্যাঙ্কে। রবিবার সাপ্তাহিক ছুটি। ফলে ২৬ এপ্রিল থেকে টানা ৩ দিন ব্যাঙ্ক বন্ধ থাকতে চলেছে বহু জায়গায়।
২৬ এপ্রিল দ্বিতীয় দফার ভোট। ফলে দেশের বহু জায়গায় বন্ধ থাকবে ব্যাঙ্ক। এরপর আবার মাসের শেষ শনিবার। হওয়ায় সাপ্তাহিক ছুটির দিন থাকে ব্যাঙ্কে। রবিবার সাপ্তাহিক ছুটি। ফলে ২৬ এপ্রিল থেকে টানা ৩ দিন ব্যাঙ্ক বন্ধ থাকতে চলেছে বহু জায়গায়।
অসমের করিমগঞ্জ, শিলচর, মঙ্গলদই, নওগং, কালিয়াবোরে, বিহারের কিশানগঞ্জ, কাটিহার, পূর্ণিয়া, ভাগলপুর, বাঁকায়, ছত্তিশগড়ের রাজনন্দগাঁও, মহাসমুন্দ, কাঙ্কে, কর্ণাটকের উড়ুপি চিকামগালুর, হাসান, দক্ষিণ কন্নড়, চিত্রদুর্গ, তুমকুর, মান্ডিয়া, মহীশূর, চামরাজানগর, ব্যাঙ্গালোর গ্রামীণ, ব্যাঙ্গালোর উত্তর, ব্যাঙ্গালোর সেন্ট্রাল, ব্যাঙ্গালোর দক্ষিণ, চিকবল্লাপুর, কোলারে শুক্রবার ব্যাঙ্ক বন্ধ।
{{ primary_category.name }}