ভারতে বন্ধ পদ্মার ইলিশ
ভরা বর্ষাতেও এবার পশ্চিমবঙ্গবাসীর পাতে পদ্মার ইলিশ বোধহয় আর পড়বে না। আশঙ্কা ছিলই। সেই আশঙ্কাতেই প্রায় সিলমোহর দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
ভরা বর্ষাতেও এবার পশ্চিমবঙ্গবাসীর পাতে পদ্মার ইলিশ বোধহয় আর পড়বে না। আশঙ্কা ছিলই। সেই আশঙ্কাতেই প্রায় সিলমোহর দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
ইলিশ মাছ প্রাপ্তিতে আগে বাংলাদেশের মানুষকে গুরুত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে। রফতানি পরে হবে। বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন যে দেশের মানুষকে না খাইয়ে ইলিশ বাইরে পাঠানো হবে না।
{{ primary_category.name }}
By {{ contributors.0.name }} & {{ contributors.1.name }}