Three-species-of-Hilsa-shad-A-Tenualosa-ilisha-B-Tenualosa-toli-C-Hilsa-kelee_Q320

ভারতে বন্ধ পদ্মার ইলিশ

ভরা বর্ষাতেও এবার পশ্চিমবঙ্গবাসীর পাতে পদ্মার ইলিশ বোধহয় আর পড়বে না। আশঙ্কা ছিলই। সেই আশঙ্কাতেই প্রায় সিলমোহর দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

ilish chachori.png

দেশের মানুষকে না খাইয়ে ইলিশ বাইরে পাঠানো হবে না

ইলিশ মাছ প্রাপ্তিতে আগে বাংলাদেশের মানুষকে গুরুত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে। রফতানি পরে হবে। বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন যে দেশের মানুষকে না খাইয়ে ইলিশ বাইরে পাঠানো হবে না।