সামনেই আসছে রামনবমী

গত ২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠা সমারোহ আয়োজিত হয়েছে। এরপর থেকে ক্রমেই বেড়ে গিয়েছে উত্তর প্রদেশের রামনগরীর অযোধ্যায় রামমন্দিরে ভক্তের সংখ্যা। সদ্য শ্রী রামজন্মভূমি তীর্থ ক্ষেত্রে ট্রাস্ট এই ভক্তের সংখ্যা নিয়ে মুখ খুলেছে। প্রসঙ্গত, সামনেই আসছে রামনবমী।

এপ্রিল মাসের ১৭ তারিখ রয়েছে রামনবমী

এপ্রিল মাসের ১৭ তারিখ রয়েছে রামনবমী। তার আগে সাজো সাজো রব অযোধ্যায়। প্রতিদিন ১ থেকে দেড় লাখ ভক্তের সমাগম হতে শুরু করেছে অযোধ্যার রাম মন্দিরে। এদিকে, রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট জানাচ্ছে, মন্দিরে প্রবেশ ও দর্শনের বিশেষ নিয়মের কথা।