প্রপোজ হোক বা মনের কথা জানানো, এই ভ্যালেন্টাইনস উইকেই করুন মাত! রইল সেরা বার্তা

ভালোবাসার মানুষকে নিজের মনের কথা জানিয়ে ফেলুন এই সপ্তাহেই। এই সুযোগ আর আসবে না। জেনে নিন কিছু সেরা বার্তা।

author-image
Anusmita Bhattacharya
New Update
desktop-wallpaper-finger-heart-love-love-u-sign-korean-colorful.jpg

নিজস্ব সংবাদদাতা: ভালোবাসা সপ্তাহ শুরু হয়েছে রোজ ডে দিয়ে। ৭ ফেব্রুয়ারি শুরু হওয়া রোমান্টিক সপ্তাহ শেষ হবে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের মধ্য দিয়ে। এই পুরো সপ্তাহটি দম্পতিদের জন্য স্পেশাল। আপনি যদি নিজের অনুভূতি প্রকাশ করতে চান তবে এটি তার জন্য উপযুক্ত সময়। এই বার্তাগুলির মাধ্যমে আপনার ভালবাসা প্রকাশ করুন-

১. 'জীবনমরণের সীমানা ছাড়ায়ে,

বন্ধু হে আমার, রয়েছ দাঁড়ায়ে' 

২. তোমাকে যেদিন থেকে দেখেছি সেদিন থেকেই যেন নতুন কোনও জন্ম পেলাম। আমার এই জন্ম শুধুই তোমার জন্য…

৩. তোমার কোনও বিকল্প নেই আমার জীবনে যেমন নিশ্বাসের কোনও বিকল্প হয় না।

৪. আমরা ভালো, খারাপ সব সময়ই একে অপরের হাত ধরে রেখেছি,

প্রেম দিবসের আদরমাখা ভালোবাসা।