জানেন সেন্ট ভ্যালেন্টাইন আসলে কে ছিলেন ?

সেন্ট ভ্যালেন্টাইন মানুষের মধ্যে প্রেমের সংযোগকে দৃঢ় করেছিলেন।

author-image
Adrita
New Update
ফ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ ভালবাসার দিন অর্থাৎ যাকে আমরা ভ্যালেন্টাইনস ডে নামে জানি, সেই দিনটি আসলে কোথা থেকে এল জানেন ? এই দিনটির সাথে জড়িয়ে আছে এক বহু পরিচিত এবং জনশ্রুত কাহিনী। জানা যায় যে, কিংবদন্তী সেন্ট ভ্যালেন্টাইন বা ভ্যালেন্টিনাস নামে এক সাধু ছিলেন। এই দিনটি আসলে এক আনন্দের দিন হিসেবে পালিত হলেও, আসলে এই দিনের পিছনের কাহিনী বেশ বেদনাদায়ক। 

একটি কিংবদন্তি বলে যে সেন্ট ভ্যালেন্টাইন পৌত্তলিক ধর্মে ধর্মান্তরিত হতে অস্বীকার করেছিলেন এবং রোমান সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস তাকে মৃত্যুদন্ড দিয়েছিলেন। তাঁকে প্রেমের প্রতীক বলে মনে করা হত। তাই তাঁকে স্মরণ করেই এই বিশেষ দিনটি পালন করা হয় সারা বিশ্ব জুড়ে। 

সেন্ট ভ্যালেন্টাইন মানুষের মধ্যে প্রেমের সংযোগকে দৃঢ় করেছিলেন। মধ্যযুগীয় লেখক জিওফ্রে চসারের একটি কবিতায় সেন্ট ভ্যালেন্টাইনের প্রেমের এক নিপুণ বর্ণনা আছে। বিশ্বের অনেক দেশে এই দিনটিকে এক ধর্মীয় দিবস হিসেবেও পালন করা হয়।