সিঁদুর এখন আত্মত্যাগ ও একতার প্রতীক! কুশীনগরে ১৭ জন নবজাতকের নাম রাখা হল ‘সিঁদুর’
বিজেপি সভাপতি দিলীপ- জানিয়ে দিলেন- এই মুহূর্তের বিগ ব্রেকিং
'পাকিস্তান মুর্দাবাদ’ না বললে ছাড় নয়! সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে রাজনীতির উত্তাপ
খুলছে শ্রীনগর বিমান বন্দর
যুদ্ধ বিরতি হলেও থমথমে কাশ্মীর! তারমধ্যেই রাজৌরি থেকে উদ্ধার করা হল প্রচুর পরিমাণে বিস্ফোরক
শোপিয়ানে জঙ্গিদের বিরুদ্ধে পড়ল পোস্টার! তথ্য দিতে পারলেই মিলবে ২০ লক্ষ টাকা পুরস্কার
সবচেয়ে পিছিয়ে পড়া এবং দরিদ্র রাজ্যে- বিজেপির এই রাজ্যকে নিয়ে বলে দেওয়া হল- জানুন একবার
ভালো করে ভিডিওটি দেখুন, শ্রীনগরে স্কুলগুলি আবার খুলে দেওয়া হয়েছে
মোদী সরকারের পাশে কংগ্রেস- সকাল সকাল জানিয়ে দেওয়া হল

জানেন প্রেমের সপ্তাহের বিশেষ দিনগুলি কি কি ?

ভ্যালেন্টাইনস সপ্তাহ বা প্রেমের সপ্তাহ অর্ধেক ফেব্রুয়ারি মাস জুড়ে পালিত হয়।

author-image
Adrita
New Update
ড

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ ভ্যালেন্টাইনস সপ্তাহ বা প্রেমের সপ্তাহ অর্ধেক ফেব্রুয়ারি মাস জুড়ে পালিত হয়। এই সপ্তাহে প্রেমিক যুগলরা একে অপরের সাথে কিছু বিশেষ মুহূর্ত কাটিয়ে থাকে। তবে আপনি জানেন কি কোন দিন কি কি বিশেষ দিন হিসেবে পালন করা হয় ? আসুন জেনে নিই। ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ থেকে শুরু হয় এই প্রেমের সপ্তাহ।

৭ ফেব্রুয়ারিঃ রোজ ডে হিসেবে এই দিনটি পালন করা হয়। এই দিনে প্রেমিক যুগলরা একে অপরকে গোলাপের তোড়া দিয়ে থাকে। গোলাপের বিভিন্ন রঙ এই দিনে একটি বিশেষ অর্থ রাখে। উদাহরণস্বরূপ, লাল মানে ভালোবাসা, হলুদ মানে বন্ধুত্ব, গোলাপি মানে প্রশংসা।

৮ ফেব্রুয়ারিঃ প্রপোজ বা প্রস্তাব দিবস হিসেবে এই দিনটি পালন করা হয়। এই দিনে যুগলরা একে ওপরকে মনের কথা জানায়।

৯ ফেব্রুয়ারিঃ চকোলেট দিবস হিসেবে এই দিনটি পালন করা হয়। এদিন একে অপরকে চকলেট দিয়ে থাকে প্রেমিক যুগলরা।

১০ ফেব্রুয়ারিঃ টেডি ডে হিসেবে এই দিনটি পালন করা হয়। ভালোবাসার উপহার হিসেবে টেডি এক বিশেষ উপহার।

১১ ফেব্রুয়ারিঃ প্রতিশ্রুতি দিবস হিসেবে এই দিনটি পালন করা হয়। এই দিনে প্রেমিক যুগলরা একে অপরকে নানা প্রতিশ্রুতি দিয়ে থাকে। 

১২ ফেব্রুয়ারিঃ আলিঙ্গন দিবস হিসেবে এই দিনটি পালন করা হয়। এই দিনে মনের মানুষের আলিঙ্গনে বেঁধে থাকার এক আলাদা অনুভূতি রয়েছে। 

১৩ ফেব্রুয়ারিঃ চুম্বন দিবস হিসেবে এই দিনটি পালন করা হয়। এই দিনে প্রেমিক প্রেমিকারা একে ওপরের আলিঙ্গনে চুম্বন এঁকে দেয়। 

১৪ ফেব্রুয়ারিঃ ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ প্রেমের সপ্তাহের সবচেয়ে বিশেষ দিন এটি। এই দিনটির এক বিশেষ গুরুত্ব রয়েছে।