নিজস্ব সংবাদদাতাঃ তেলেঙ্গানা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন আজ। সূত্র মারফত জানা গিয়েছে, তেলেঙ্গানাতে ৮৮টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
এই আনন্দের আবহে কংগ্রেসের কর্মী সমর্থকদের কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, পার্টির এমপি রাহুল গান্ধী এবং রাজ্য পার্টির প্রধান রেভান্থ রেড্ডি সমন্বিত একটি পোস্টারে দুধ ঢালতে দেখা গিয়েছে। কেননা, তেলেঙ্গানাতে কংগ্রেস তাদের জয়ের ধারাকে অব্যাহত রাখতে পেরেছে।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)