তেলেঙ্গানার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? জানা গেল নাম

রেবন্ত রেড্ডি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) সদস্য থেকে উঠে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী পদের শীর্ষ প্রতিদ্বন্দ্বী হিসাবে আবির্ভূত হয়েছেন।

author-image
SWETA MITRA
New Update
revaaaa.jpg


নিজস্ব সংবাদদাতাঃ টানা ১০ বছর পর এবার কেসিআর-এর হাতছাড়া হতে চলেছে তেলেঙ্গানা। এদিকে রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে কংগ্রেস (Congress)। প্রশ্ন উঠছিল, ক্ষমতায় কংগ্রেস এলে মুখ্যমন্ত্রী কে হবেন?

revanath.jpg

এবার অবশেষে জানা গেল সেই নামও। জানা গিয়েছে, কংগ্রেস তেলেঙ্গানা কংগ্রেসের প্রধান রেবন্ত রেড্ডিকে (Revanth Reddy) রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে মনোনীত করেছে।

revass.jpg

কে চন্দ্রশেখর রাওয়ের বিআরএসকে বিপুল ব্যবধানে পরাজিত করে কংগ্রেস রাজ্যে দুর্দান্ত জয় লাভ করেছে। কংগ্রেস বিআরএসের ৪০ টি আসনের তুলনায় ৬৪ টি আসন জিতেছে এবং বিজেপির দখলে ৯টি আসন গিয়েছে।