নিজস্ব সংবাদদাতাঃ অপেক্ষার অবসান, এবার সস্ত্রীক ভোট দিতে এলেন মুখ্যমন্ত্রী ও বিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও 9K. Chandrashekar Rao)। আজ বৃহস্পতিবার কিছুক্ষন আগেই তিনি ও তাঁর স্ত্রী শোভা রাও সিদ্দীপেটের চিন্তামাডাকায় ভোট কেন্দ্রে ভোট দিতে আসেন। আজ সকাল থেকেই তেলেঙ্গানায় শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া।