'কংগ্রেস এবং কেসিআর এক মুদ্রার দুটি দিক'

তেলেঙ্গানায় প্রচারে ঝড় তুললেন অনুরাগ ঠাকুর।

author-image
Pallabi Sanyal
New Update
aaaaaa

নিজস্ব সংবাদদাতা : কেসিআরের রাজ্যে অনুরাগ ঠাকুর। তেলেঙ্গানা নির্বাচনের আগে করলেন বড় মন্তব্য। কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়ে বিজেপি নেতা বলেন, "হিমাচল প্রদেশ এবং কর্ণাটকে, কংগ্রেস বলেছিল যে তারা প্রতি মাসে মহিলাদের ১৫০০ টাকা দেবে। কিন্তু তারা তা করেনি। কংগ্রেস এবং তার গ্যারান্টি ব্যর্থ হয়েছে।তারা বলেছিল যে  হিমাচলের ১ লক্ষ লোকের কর্মসংস্থান করবে। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী মহাদেব অ্যাপের অধীনে ৫০৮ কোটি টাকা ঘুষ নিয়েছেন।" এখানেই শেষ নয়। কংগ্রেস এবং কেসিআর একই মুদ্রার দুটি দিক বলেও সুর চড়ান অনুরাগ। বলেন, "মানুষের মধ্যে বিআরএস এবং কেসিআরের বিরুদ্ধে প্রচুর ক্ষোভ রয়েছে। মানুষ রাজবংশের রাজনীতি এবং দুর্নীতিতে বিরক্ত। কেসিআর এবং তার পরিবারের সদস্যদের নাম কালেশ্বরম প্রকল্প কেলেঙ্কারিতে উঠে এসেছে। কংগ্রেস এবং কেসিআর এক মুদ্রার দুটি দিক, উভয়ই তারা দুর্নীতিবাজ এবং রাজবংশীয় এবং তারা মিথ্যা প্রতিশ্রুতি দেয়।"