নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে বিধানসভা ভোটের মুখে কংগ্রেস ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে তুলধ্না করলেন তেলেঙ্গানার মন্ত্রী ও বিআরএস বিধায়ক কেটি রামা রাও (KT Rama Rao)। রীতিমতো চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে তিনি বলেছেন, "২০১৪ সালে চাকরি হারানোর কারণে রাহুল গান্ধী আজ বেকার। ২০১৪ সালে তিনি ও তার দল উভয়েই চাকরি হারান। এ কারণেই আজ তিনি বেকারত্বের কথা স্মরণ করেন। আমি জিজ্ঞাসা করতে চাই যে রাহুল গান্ধী কি কখনও একটি প্রবেশিকা পরীক্ষা দিয়েছেন? এমনকি তিনি কি প্রাইভেট সেক্টরে বা অন্য কোনও জায়গায় একদিনের জন্যও কাজ করেছেন?“