নিজস্ব সংবাদদাতা: গ্রাহকদের সুবিধার্থে হোয়াটস অ্যাপ (Whats App) সংস্থা প্রায়শই নতুন ফিচার আনছে। এবার হোয়াটস অ্যাপে চালু হবে এমন ১২টি বৈশিষ্ট্য, যার সাহায্যে ব্রডকাস্ট চ্যানেলগুলির (Broadcast Channel) গ্রাহকরা আরও উন্নত মানের পরিষেবা পাবেন। ফুল-উইদ মেসেজিং ইন্টারফেজ়, ভেরিফিকেশন স্টেটাস, আসল অনুসরণকারীর সংখ্যা, মিউট নোটিফিকেশন, শর্টকাট চ্যানেলের বিবরণ, বিজ্ঞাপণের নোটিফিকেশন, গোপনীয়তা রক্ষা করার মতো নানা রকম বৈশিষ্ট্য আনা হচ্ছে। কিছু দিন আগেই হোয়াটস অ্যাপের প্রতিদ্বন্দ্বী অ্যাপ টেলিগ্রাম (Telegram) ‘চ্যানেল’ ফিচার লঞ্চ করেছে। হোয়াটস অ্যাপের চ্যানেল সাবস্ক্রাইব (Subscribe) করতে চ্যানেলের নাম দিয়ে সার্চ করে ইউজ়ারদের নিজেকেই সাবস্ক্রিপশন করতে হবে। আপাতত আইওএস ভার্সনে (IOS Version) কাজ হচ্ছে। অ্যান্ড্রয়েড ভার্সনেও (Android Version) এরপর হবে কাজ।