নতুন মোবাইল কিনবেন ভাবছেন? বেছে নিন রিয়েলমি ১১ প্রো

আগামী ৮ জুন নিউ ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর শাহরুখ খানের হাত ধরে ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি ১১ প্রো সিরিজ ।

author-image
Pallabi Sanyal
New Update
৩

নিজস্ব সংবাদদাতা : যারা টেক স্যাভি এবং ভাবছেন যে নতুন মোবাইল কিনবেন তাদের জন্য সুখবর। ব্র্যান্ডগুলির মধ্যে অন্যতম হল রিয়েলমি। মোবাইল ব্যবহারকারীদের মধ্যে এই সংস্থার একটা জনপ্রিয়তা রয়েছে। এবার ভারতের বাজারে রাজ করতে আসছে রিয়েলমি ১১ প্রো ৫ জি। চিনের বাজারে ইতিমধ্যেই ব্যবসা শুরু করেছে এই নতুন সিরিজটি। আগামী ৮ জুন নিউ ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর শাহরুখ খানের হাত ধরে ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি ১১ প্রো ।সিরিজটিতে দুটি মডেল অন্তর্ভুক্ত থাকতে পারে। রিয়েলমি ১১ প্রো ৫ জি ও রিয়েলমি ১১ প্রো এবং ৫ জি।  এখন প্রশ্ন হল, রিয়েলমি ১১ প্রো-তে নতুন কী রয়েছে? কেন কিনবেন মোবাইলটি? কী স্পেশিফিকেশানস রয়েছে? 


ডিসপ্লে: ৬.৭-ইঞ্চি কার্ভড AMOLED ডিসপ্লে, ফুল HD+ (১০৮০ × ২৪১২ পিক্সেল) রেজোলিউশন, ১২০Hz রিফ্রেশ রেট, ৯৫০nits পিক ব্রাইটনেস, ৫০,০০,০০০:১ কনট্রাস্ট রেশিও, HDR ১০+ ৯৩.৬৫ শতাংশ স্ক্রিন-টু-বডি।

প্রসেসর: মালি জি ৬৮ জিপিইউ সহ মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর রয়েছে।

 

Realme 11 5G Series launch in India: Realme announces Shah Rukh Khan as  brand ambassador | Zee Business

মেমরি এবং স্টোরেজ: ১২ GB পর্যন্ত ব়্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে।
সফ্টওয়্যার: Android ১৩ এর উপর ভিত্তি করে Realme UI ৪.০ ব্য়বহার করা হয়েছে।
রিয়ার ক্যামেরা: রিয়েল মি ১১ প্রো +  OIS সাপোর্ট সহ ২০০ MP Samsung ISOCELL এইচ পি ৩ সেন্সর, ৮ এমপি আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স, একটি ২ এমপি ম্যাক্রো সেন্সর রয়েছে।
সামনের ক্যামেরা: ৩২ এমপি (রিয়েল মি ১১ প্রো প্লাস), ১৬ এমপি (রিয়েল মি ১১ প্রো)।
ব্যাটারি এবং চার্জিং: ৪৮৭০ mAH, টাইপ-সি চার্জিং পোর্ট, ১০০ W ফাস্ট চার্জিং (রিয়েল মি ১১ প্রো প্লাস), ৬৭ W ফাস্ট চার্জিং (রিয়েলমি ১১ প্রো)।


ডাইমেনশন : ১৬১.৬ × ৭৩.৯ × ~ ৮.৭ মিমি।
ওজন: ১৮৯ গ্রাম।

অডিও: ডলবি অ্যাটমস সহ স্টেরিও স্পিকার।
সিকিউরিটি: ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
রং : সানরাইজ সিটি, স্টারি নাইট ব্ল্যাক এবং ওসিস গ্রিন।

দাম : আনুমানিক ২২ হাজার টাকা।