নিজস্ব সংবাদদাতা: সৌরমণ্ডলের দ্বিতীয় বৃহত্তম গ্রহ হল শনি। শনির মাধ্যাকর্ষণে বলয় আকারে কোটি কোটি পাথরখণ্ড ঘুরে চলেছে অবিরাম যা বলয়ের মতো দেখায়। সেই বলয় ভেদ করে শনিতে প্রবেশের ক্ষমতা পৃথিবীর কোন বিজ্ঞানীর মাধ্যমে সম্ভব হয়নি। কিন্তু এবার সেই বলয়ই হারিয়ে যাচ্ছে। ধীরে ধীরে বলয়টি যেন অদৃশ্য হয়ে পড়ছে। বলয়ের যে ঘনত্ব ছিল তা অনেকটাই কমেছে বলে মত বিজ্ঞানীদের। শনি গ্রহের এই বলয় মূলত ধূলিকণা, পাথরের টুকরো এবং বরফের ছোট ছোট টুকরো দিয়ে তৈরি । ব্যাস প্রায় ১ লক্ষ ৭৫ হাজার মাইল। তবে আচমকাই এই শনির বলয় হারিয়ে যাওয়া নিয়ে বেশ চিন্তায় পড়েছে বিজ্ঞানীরা।
/anm-bengali/media/media_files/x8nOOacR3MH4WGkqWCux.jpg)