অ্যান্ড্রয়েড ইউজাররা যে অ্যাপ প্লে-স্টোর থেকে ডাউনলোড করছেন তা সুরক্ষিত কিনা সেই বিষয়টি দেখে গুগল প্লে প্রোটেক্ট। কোনও অ্যাপ ক্ষতিকর বা ভাইরাসযুক্ত হলে সেটিকে হার্মফুল বলে চিন্হিত করে সংস্থা। এদিন স্যামসাং ইউজারদের জন্য এমনই দুই অ্যাপকে হার্মফুল ঘোষণা করেছে গুগল।