অ্যান্ড্রয়েড ইউজাররা যে অ্যাপ প্লে-স্টোর থেকে ডাউনলোড করছেন তা সুরক্ষিত কিনা সেই বিষয়টি দেখে গুগল প্লে প্রোটেক্ট। কোনও অ্যাপ ক্ষতিকর বা ভাইরাসযুক্ত হলে সেটিকে হার্মফুল বলে চিন্হিত করে সংস্থা। এদিন স্যামসাং ইউজারদের জন্য এমনই দুই অ্যাপকে হার্মফুল ঘোষণা করেছে গুগল।

স্যামসাং ইউজাররা এই দুটি অ্যাপ থেকে সাবধান থাকুন

Samsung Messages এবং Samsung Wallet

রিপোর্ট অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোন ইউজারদের অনেকে গুগলের প্লে প্রোটেক্ট-এর তরফে মেসেজ পেতে শুরু করেছে। যেখানে বলা হয়েছে স্যামসাং মেসেজ এবং ওয়ালেট অ্যাপদুটি ক্ষতিকর। এই অ্যাপ্লিকেশনগুলো ইউজারদের ব্যক্তিগতে তথ্যে নজরদারী চালাচ্ছে, যেমন - SMS, ফটো, অডিও রেকর্ডিং এবং কল হিস্ট্রি।