প্রথমেই ফোনের অটো-আপডেট অ্যাপস অপশনটি বন্ধ করে নিতে হবে। ফলে কিছুটা হলেও বেঁচে যাবে। ডেটা ব্যবহারের আগে Data saver- অপশনটি চালু করে নিন। এর ফলে অল্প ডেটা ব্যবহারেই গোটা ম্যাচ দেখা যাবে।

এইচডি কোয়ালিটি নয় বরং কম রেজিলিউশনে ম্যাচ দেখলে কিছুটা হলেও ইন্টারনেট বাঁচানো যাবে। ফোনের অপশনে গিয়ে অটো সিঙ্ক বন্ধ করে রাখুন। এর ফলে মোবাইল ডেটা কিছুটা কম খরচ হবে।

সিস্টেম আপডেট বন্ধ করে রাখুন। মোবাইল ডেটায় সিস্টেম আপডেট না হলে বেশ কিছুটা ইন্টারনেট বাঁচানো যাবে।