দ্রুত চার্জ শেষ
ফোন চার্জ দেওয়ার পরই দ্রুত হারে চার্জ নেমে যাওয়া ম্যালওয়্যার ভাইরাসের একটি লক্ষণ। কারণ এগুলো ব্যাকগ্রাউন্ডে চার্জ শুষে নেয়।
ফোন চার্জ দেওয়ার পরই দ্রুত হারে চার্জ নেমে যাওয়া ম্যালওয়্যার ভাইরাসের একটি লক্ষণ। কারণ এগুলো ব্যাকগ্রাউন্ডে চার্জ শুষে নেয়।
এই ধরনের ম্যালওয়্যার ভাইরাস ব্যাটারির পাশাপাশি দ্রুত হারে মোবাইল ডেটা খরচ করে।
আপনি ফোনে নিজে থেকে ইন্সটল করেননি, অথচ দেখতে পাচ্ছেন ফোনে সেই অ্যাপগুলো রয়েছে। তবে বুঝতে হবে আপনার ফোনে ভাইরাস রয়েছে।
{{ primary_category.name }}
By {{ contributors.0.name }} এবং {{ contributors.1.name }}