নিজস্ব সংবাদদাতা: জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট পরিষেবা অ্যাপ Google Pay আধার নম্বর ব্যবহার করে অ্যাপে UPI পরিষেবা সক্রিয় করার জন্য একটি বিশেষ বৈশিষ্ট চালু করেছে, বুধবার এমনটাই জানিয়েছে গুগল। পরিষেবাটি Google Pay ব্যবহারকারীদের ডেবিট কার্ড ছাড়াই UPI পিন সেট করতে সক্ষম করবে। তবে মোবাইল ফোন নম্বর, ব্যাঙ্ক একাউন্ট, আধার নম্বর একে অপরের সাথে সংযুক্ত থাকলেই এই বৈশিষ্ট্যটি ব্যবহার করা যেতে পারে। ব্যাঙ্ক এ আপনার অ্যাকাউন্ট রয়েছে তারসাথে লিংক করা ফোন নম্বর, গুগল পে-তে যে নম্বর ব্যবহার হবে ও আধার কার্ড এ যে নম্বর রয়েছে সেই একই নম্বর এক হলেই তা দিয়ে গুগল পে অ্যাপেও সাইন-আপ করা যাবে। একই সঙ্গে গুগল পে কর্তৃপক্ষ এও জানিয়েছে যে তারা ভ্যালিডেশন প্রক্রিয়ার সময়ে ইউজারদের আধার নম্বর শুধুমাত্র National Payments Corporation of India-র সঙ্গেই শেয়ার করা হয় কোথাও সঞ্চয় করে রাখে না ও তাই এই পদ্ধতি ইউজারদের জন্য একদমই নিরাপদ। অথেনটিফিকেশনের কাজ শুরু করার জন্য আপনাদের আধার নম্বরের প্রথম ছয়টি সংখ্যা দিতে হবে। এই সংখ্যাগুলি National Payments Corporation of India (NPCI)- এর মাধ্যমে 'ইউআইডিএআই' (UIDAI) এর কাছে পাঠানো হবে ভ্যালিডেশন প্রক্রিয়ার জন্য ও সেখানে সব খুঁটিনাটি তথ্য খতিয়ে দেখা হবে। NPCI- এর ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে যে বর্তমানে ২২টি ব্যাঙ্কে আধারের মাধ্যমে এই অথেনটিফিকেশন পদ্ধতি চালু রয়েছে ও খুব তাড়াতাড়ি অন্যান্য অনেক ব্যাঙ্কের ক্ষেত্রেই এই নিয়ম চালু হবে, এমন ই দাবি গুগল সংস্থার । ইউজারদের শুধুমাত্র নিজের ফোন নম্বর টি লিংক করে ফেলতে হবে এই পরিষেবা উপভোগ করার জন্য। আধার নম্বরের প্রথম ৬টি ডিজিট দিয়ে সাইন-আপ করার পর ইউজাররা একটি ওয়ান-টাইম পাসওয়ার্ড পাবেন তাঁদের ব্যাঙ্ক এবং UIDAI-এর তরফে। অথেনটিফিকেশন সম্পন্ন করার জন্য একটি OTP প্রয়োজন হবে। তারপরেই ইউজাররা নিজেদের ইউপিআই পিন সেট করে আর্থিক লেনদেন করতে পারবেন গুগল পে-এর মাধ্যমে।