নিজস্ব সংবাদদাতা : ফেসবুক এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি প্রতিদিনই নতুন বন্ধু পাতাতে পারেন। প্ল্যাটফর্মটি একেক জন একেকভাবে ব্যবহার করে থাকেন। কারো কাছে এটি শুধুই চ্যাটিং প্ল্যাটফর্ম তো কারো কাছে আবার ক্রিয়েটিভিটি প্রদর্শনের মাধ্যম। ফেসবুক ব্যবহারের উদ্দেশ্য যাই হোক না কেন, জানেন কি সতর্ক না থাকলে ঘটতে পারে মারাত্মক বিপদ? সাইবার জালিয়াতির ঘটনা যেভাবে বাড়ছে তাতে সাবধান করছে খোদ কলকাতা পুলিশ। ফ্রেন্ড রিকোয়েস্ট পেয়েই অ্যাকসেপ্ট করে নিচ্ছেন? সময় নিন। যিনি বন্ধুত্বের অনুরোধ পাঠাচ্ছেন সবক্ষেত্রে তিনি পরিচিত ব্যক্তি হন না। তাই বিপদের সম্ভাবনা থেকেই যায়। বন্ধুত্বের অনুরোধ যার প্রোফাইল থেকে পাঠানো হয়েছে সেই ব্যক্তির প্রোফাইল ভালোভাবে খুঁটিয়ে দেখার বার্তা দেওয়া হচ্ছে পুলিশের তরফে। বিশেষত, যাদের প্রোফাইল লক করা, তাদের প্রোফাইল দেখার সুযোগ থাকে না। ফলে কোনটা ফেক প্রোফাইল তা আগে চিনতে হবে বলেই পরামর্শ দিচ্ছে পুলিশ। কলকাতা পুলিশের ফেসবুক পেজে বিশেষ একটি ছবি পোস্ট করে সকল ফেসবুক ব্যবহারকারীকে সতর্ক করে লেখা হয়েছে, ''ডিজিটাল জালিয়াতির যুগে সামাজিক মাধ্যমে অচেনা মানুষের সঙ্গে বন্ধুত্ব করার আগে খুঁটিয়ে প্রোফাইল দেখুন, 'লকড' প্রোফাইল হলে সাবধান হন, এবং 'ফেক' প্রোফাইল চিনতে শিখুন। মেসেঞ্জারে অচেনা বা অল্পদিনের চেনা কেউ অতিরিক্ত ঘনিষ্ঠতা দেখালে সন্দেহ করুন, কোনোরকম আর্থিক সাহায্য চাইলে এড়িয়ে যান। মনে রাখুন, এক্ষেত্রে সতর্কতাই সুরক্ষা। হাত বাড়ালেই বন্ধু অন্তত সোশ্যাল মিডিয়ায় না হওয়াই ভালো।''