দিশার মধ্যেই দিশার খোঁজ! নতুন ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর পেল 'Xiaomi India'

'Xiaomi India' নতুন ব্র্যান্ড অ্যাম্বাস্যাডরের ঘোষণা করলো।

author-image
Pallabi Sanyal
New Update
123

ফাইল ছবি


নিজস্ব সংবাদদাতা : Xiaomi India-র রেডমি অডিও এবং মোবাইল আনুষাঙ্গিক প্রযুক্তিকেন্দ্রীক সামগ্রীগুলির ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসেবে নির্বাচিত হলেন অভিনেত্রী দিশা পাটানি। ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের জগতে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব হয়ে উঠেছেন তিনি। ল্লেখযোগ্য স্বীকৃতিও অর্জন করছেন। তার জনপ্রিয়তা তাকে 'Xiaomi India'-র ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হওয়ার সুযোগ এনে দিয়েছে।দিশা পাটানির গতিশীল এবং ফ্যাশনেবল ব্যক্তিত্ব তাকে একজন প্রভাবশালী ব্যক্তিত্বে রূপান্তরিত করেছে, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। ইনস্টাগ্রামে Xiaomi India-র তরফে জানানো হয়েছে, ''দিশাকে ব্র্যান্ড অ্যাম্বাস্য়াডর হিসেবে বেছে নেওয়ার কথা।'' Xiaomi পরিবারে দিশাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে Xiaomi India-র চিফ মার্কেটিং অফিসার অনুজ শর্মা বলেছেন, ''আমরা আত্মবিশ্বাসী যে দিশার সাথে আমাদের সহযোগিতা আমাদের ব্র্যান্ডের নীতিকে উন্নত করবে এবং আমাদের গ্রাহকদের সাথে আরও শক্তিশালী সংযোগ স্থাপন করবে।'' অ্যাসোসিয়েশনের বিষয়ে মন্তব্য করে দিশা বলেন, "Xiaomi পরিবারের সাথে যুক্ত হতে পেরে আনন্দিত। আমি এই যাত্রার অংশ হতে পেরে এবং Xiaomi India-র জনপ্রিয়তা বৃদ্ধিতে অবদান রাখার জন্য উন্মুখ। একসাথে, আমরা Xiaomi-র  Redmi Buds 4 Active-এর মতোই ব্যবহারকারীদের কখনও হাল ছেড়ে না দেওয়ার মনোভাব গ্রহণ করতে অনুপ্রাণিত করব।” উল্লেখ্য, আগামীকাল দিশা পাটানির হাত ধরে লঞ্চ করছে Xiaomi-র  Redmi Buds 4 Active।