Whats App-এ এই ম্যাসেজ এলে সাবধান! ক্লিক করলেই সর্বনাশ

হোয়াটস অ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সান 2.23.10.77-এ একটা বিশেষ সমস্যা হচ্ছে। শুধু তাই নয়, হোয়াটস অ্যাপের অন্য ভার্সানেও এই সমস্যা হতে পারে। টুইটারে অনেক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী অভিযোগ করেছেন।

author-image
Anusmita Bhattacharya
New Update
whatsapp

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: হোয়াটস অ্যাপ ভারতের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হয়ে উঠেছে। শুধু ভারত নয়, বিশ্বের অন্যতম বহুল প্রচলিত মেসেজিং প্ল্যাটফর্ম এটি। ভারতে হোয়াটস অ্যাপের ইউজার বেস সময়ের সঙ্গে বেড়েই চলেছে। পাল্লা দিয়েই বাড়ছে বিভিন্ন প্রতারণার ঘটনা। ইদানিং একটি নয়া বাগ আসায় অনেক ব্যবহারকারীই সমস্যায় পড়ছেন। 

হোয়াটস অ্যাপে এক সাম্প্রতিক বাগের কারণে এটি অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে ক্র্যাশ করে যাচ্ছে। এই বাগ কখন সক্রিয় হচ্ছে? একটি সিঙ্গেল চ্যাট বা গ্রুপ চ্যাটে wa.me/settings -এই লিঙ্ক এলে ক্লিক করলেই হবে সমস্যা। এতে টাচ করার সঙ্গে সঙ্গেই অ্যাপের সেটিংস পেজটি ওপেন হবে। তারপরেই অ্যাপটি ক্র্যাশ করে যায়।