আজ দুপুর ৩টে! বঙ্গবাসীর নজরে বাংলার বাজেট

বেতন, পেনশন, পুরনো ঋণ বাবদ সুদ, প্রশাসনিক খরচ, দফতরভিত্তিক বরাদ্দের মতো বাধ্যতামূলক বিভিন্ন খাতের খরচ আর ঋণের বোঝা সামলে বাংলার মানুষের জন্য কি কি ঘোষণা থাকবে সেদিকেই আজ নজর।

author-image
Anusmita Bhattacharya
New Update
chandrimabud

নিজস্ব সংবাদদাতা: কেন্দ্র না দেওয়ায় রাজ্যে একশো দিনের কাজের মজুরি হিসেবে বকেয়া টাকা তাঁর সরকারই মিটিয়ে দেবে বলে সম্প্রতি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হিসাব বলছে, সেই পাওনা মেটাতেই লাগবে অন্তত ৩০০০ কোটি টাকা। মাথায় বিপুল ঋণের বোঝা নিয়ে এই বরাদ্দ আসবে কোথা থেকে, আজ রাজ্য বাজেটে সেই দিকেই থাকবে নজর।

আজ, বৃহস্পতিবার বিধানসভায় দুপুর তিনটে নাগাদ রাজ্য বাজেট পেশ করবেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

cityaddnew

flamefood1

 flavourfood