নিজস্ব সংবাদদাতা: সোমবার থেকে শুরু হয়েছে রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন। ৮ ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করবেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট নিয়ে দলের অন্দরে কানাঘুষো জল্পনা জারি আছে। এই মুহূর্তে রাজ্যের রাজকোষে মন্দা। সেক্ষেত্রে কীভাবে রাজস্ব মেটানো হবে তা ঘিরেই বাজেট হতে পারে বলে জানা যাচ্ছে।