পদ্মাসন
এই আসনটি বসেই করা যায়। বসতে হবে পা ভাঁজ করে। এক পায়ের উপরে আর এক পা তুলে। বাঁ পায়ের পাতা থাকবে ডান উরুর নীচে। ডান পায়ের পাতা থাকবে বাঁ উরুর নীচে। শরীর থাকবে টানটান। মেরুদণ্ড একেবারে সোজা। দুই হাতের পাতা রাখতে হবে দু’টি হাঁটুর উপরে। চোখ বন্ধ করে এই ভঙ্গিতে ধ্যানমগ্ন হওয়া অভ্যাস করতে হয়।