সেমিফাইনালে বড় বদল! ইডেনেই IND vs PAK?

ইডেনে সম্প্রতি দর্শকদের ঠাসাঠাসি ভিড়ে হয়ে গেল ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ। তবে আবার একটি ম্যাচ হতে পারে এই মাঠে। আর এই ম্যাচ বরাবর সব থেকে বেশি উত্তেজনার ভারতীয়দের কাছে।

author-image
Anusmita Bhattacharya
New Update
ind pak.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ২০২৩ সালের বিশ্বকাপে টিম ইন্ডিয়া এখনও নিজেদের রেকর্ড বজায় রেখেছে। বাকি ৯টি দলের প্রত্যেকেই এক বা একাধিক ম্যাচ হেরে গিয়েছে। রোহিত শর্মার অধিনায়কত্বে ভারতীয় দল টানা ৮টি জয় পেয়ে ইতিমধ্যেই সেমিফাইনালে জায়গা পেয়ে গেছে৷ পরিস্থিতি এখন এমন যে সেমিফাইনাল হতে পারে ভারত আর পাকিস্তানের মধ্যে৷

ক্রিকেট বিশ্বকাপের ক্রীড়াসূচি অনুযায়ী ভারতের প্রথম সেমিফাইনাল খেলার কথা রয়েছে৷ ম্যাচের ভেন্যু মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। এবার অনুমান পাকিস্তান সেমিফাইনালে উঠতে পারে৷ পয়েন্ট টেবলের ওঠাপড়া অনুযায়ী চতুর্থ স্থানে থেকে সেমিফাইনালে খেলার যোগ্যতা পেতে পারে তারা৷ এমনটা হলে ভেন্যু পরিবর্তন করা হতে পারে। ভারতীয় দল তার চূড়ান্ত রাউন্ড রবিন ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে ১২ নভেম্বর। বিশ্বকাপের রাউন্ড রবিন ম্যাচগুলি ১২ নভেম্বর শেষ৷ ১০টির  মধ্যে শীর্ষ ৪টি দল সেমিফাইনাল উঠবে। প্রথম সেমিফাইনাল ১৫ নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এবং দ্বিতীয় সেমিফাইনাল ১৬ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে হবে। প্রথম সেমিফাইনালে টেবিলের ১ নম্বর দল মুখোমুখি হবে ৪ নম্বরের। ৪ নম্বর জায়গার জন্য লড়ছে পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তান। পাকিস্তান জিতলে ম্যাচের ভেন্যু বদলে যাওয়ার কারণ হল ২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গি হামলা। পাকিস্তানের সন্ত্রাসবাদীরা ছিল তাতে৷ ফলে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ খেলায় নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়। ২০০৮ থেকে পাকিস্তানের ক্রিকেটাররা আইপিএলেও খেলছেন না। এমন পরিস্থিতিতে বিতর্ক এড়াতে পাকিস্তানের সেমিফাইনাল ম্যাচ মুম্বইয়ের পরিবর্তে কলকাতায় হতে পারে।