ইংল্যান্ডের কি এবার জয় হবে হাতছাড়া ? বাবর বাহিনী কি জিতে নেবে ট্রফি ?

পাকিস্তানের সামনে লড়াইয়ে ভেসে থাকার একমাত্র শর্ত হল শুরুতে ব্যাট করে বড় রানের ইনিংস গড়া। ইংল্যান্ড যদি টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়, তবে বাবরদের যাবতীয় সম্ভাবনা সেখানেই শেষ হয়ে যাবে।

author-image
Adrita
New Update
হ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ কলকাতার ইডেন গার্ডেনসে খেলতে ওয়ান ডে খেলতে নেমেছে ইংল্যান্ড এবং পাকিস্তান। দুপুর ১ টা বেজে ৩০ মিনিট নাগাদ টসে জিতেছে ইংল্যান্ড। তারা টস জিতে প্রথম পাকিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছে। 

ইংল্যান্ড ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর সেমিফাইনালে যাওয়ার দৌড় থেকে অনেক আগেই ছিটকে গিয়েছিল। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জনের দৌড়ে তারা এখনও টিকে আছে। চলতি ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ ইংল্যান্ড এখনও পর্যন্ত ৮টি ম্যাচ খেলেছে। এর মধ্যে মাত্র ২টি ম্যাচে তারা জয় পেয়েছে এবং ৬টি ম্যাচে তারা হেরেছে। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় তারা সপ্তম স্থানে রয়েছে। পাকিস্তানের পক্ষে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর সেমিফাইনালে ওঠা খুবই কঠিন। তারা এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৪টি ম্যাচে জয় পেয়েছে এবং ৪টি ম্যাচে হেরেছে। এখন পয়েন্ট তালিকায় তারা পঞ্চম স্থানে রয়েছে। যদি তারা ইংল্যান্ডকে অনেক বড় ব্যবধানে হারাতে না পারে তাহলে তাদের চলতি ওডিআই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে। 

hiren

পাকিস্তানের একাদশে আছে আবদুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, শাদাব খান, শাহীন আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ। এবং ইংল্যান্ডের একাদশে রয়েছ‍ে  জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, জস বাটলার (ডব্লিউ/সি), মঈন আলী, ক্রিস ওকস, ডেভিড উইলি, গাস অ্যাটকিনসন, আদিল রশিদ। 

ইংল্যান্ডের হয়ে ওপেনিংয়ে ডেভিড মালান ও জনি বেয়ারস্টো। ইংল্যান্ডের পাওয়ার প্লে শেষ। জমাট ওপেনিং জুটি জনি বেয়ারস্টো ও ডেভিড মালানের। ১০ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৭২ রান তুলেছেন দুই ওপেনার। ৮ ওভার শেষে দারুণ ছন্দে ছিল ইংল্যান্ড। ৫২ বলে অর্ধশতরান পূর্ণ করলেন জনি বেয়ারস্টো। 

hiring.jpg

  • কোনও উইকেট না হারিয়ে ৫৮ রান রয়েছে ইংল্যান্ডের। কিন্তু কিছু পরেই অবশেষে উইকেট হারাল ইংল্যান্ড বাহিনী। আউট হলেন মালান। ৮২ রানে প্রথম উইকেট হারাল ইংল্যান্ড। রিভার্স স্যুইপ করতে গিয়েই আউট ওপেনার। দারুণ ক্যাচ রিজওয়ানের। ৩১ রান করে ফিরলেন ডেভিড মালান। তাঁকে ফেরালেন ইফতিকার আহমেদ।

    শেষ ১৪ বছরে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে পাকিস্তান জয় পেয়েছে মাত্র ১টি ওয়ান ডে ম্যাচে। তারা ব্রিটিশদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে হেরেছে মোট ১০টি ম্যাচে।