শুরু অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মহারণ, কোন দল যাবে বিশ্বকাপের ফাইনালে

ইডেন গার্ডেনে বিশ্বকাপের দ্বিতীয় সেমি ফাইনাল শুরু হয়ে গিয়েছে। দক্ষিণ আফ্রিকা টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। বিজয়ী দলের সঙ্গে ভারতের বিশ্বাকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

author-image
Tamalika Chakraborty
New Update
 aus  south africa.jpg

নিজস্ব সংবাদদাতা:  ইডেন গার্ডেনসে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল শুরু হয়েছে।  দক্ষিণ আফ্রিকা টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। এই দুই দলই বিশ্বকাপে সাতটি করে ম্যাচ জিতেছে। তবে রান রেটের বিচারে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার থেকে বেশ খানিকটা এগিয়ে রয়েছে। 

দক্ষিণ আফ্রিকা আগেও বেশ কয়েকবার বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ফিরে গিয়েছে। আজকে কে জিতবে তার ওপর নির্ভর করছে ভারতের ভাগ্য।  সেমিফাইনালে যে জিতবে, ভারত তার সঙ্গেই বিশ্বাকাপের ফাইনাল খেলবে। তবে চলতি বিশ্বকাপে আগে ব্যাট করতে এসে হারতে হয়নি দক্ষিণ আফ্রিকাকে।  বৃহস্পতিবারও টসে জিতে দক্ষিণ আফ্রিকা আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। পরিসংখ্যানের হিসেবে অস্ট্রেলিয়া এগিয়ে থাকলেও বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার পারফরম্যান্স অন্য কথা বলছে। সেমিফাইনাল জেতার প্রবল সম্ভাবনা রয়েছে দক্ষিণ আফ্রিকার।