Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচে থাকছেন কোন আম্পায়াররা? জানিয়ে দিল আইসিসি

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বাইশ গজের যুদ্ধ। শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এর মধ্যে গ্রুপ পর্বের ম্যাচে কোন আম্পায়াররা কোন দায়িত্ব সামলাবেন তা জানিয়ে দিল আইসিসি। ইতিমধ্যে ২৩ ফেব্রুয়ারি দুবাইতে রয়েছে ভারত-পাক ম্যাচ।

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
1667305585-0353

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বাইশ গজের যুদ্ধ। শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এর মধ্যে গ্রুপ পর্বের ম্যাচে কোন আম্পায়াররা কোন দায়িত্ব সামলাবেন তা জানিয়ে দিল আইসিসি। ইতিমধ্যে ২৩ ফেব্রুয়ারি দুবাইতে রয়েছে ভারত-পাক ম্যাচ।

 

১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান এবং নিউজিল্যান্ড। আর সেই ম্যাচের দায়িত্বে আছেন রিচার্ড কেটলবোরো এবং শারফুদৌলা। টিভি আম্পায়ার হিসেবে থাকবেন জোয়েল উইলসন। চতুর্থ আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ। ম্যাচ রেফারি অ্যান্ড্রু পাইক্রফ্ট। 

 

যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনও ভারতীয় আম্পায়ার বা ম্যাচ রেফারি থাকছেন না। ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে মুখোমুখি হবে ভারত–পাকিস্তান। এদিন গ্রুপ পর্বের সেই ম্যাচে মাঠের দায়িত্ব থাকবেন দুই অভিজ্ঞ আম্পায়ার। তাঁদের মধ্যে একজন পল রাইফেল ও অন্যজন রিচার্ড ইলিংওয়ার্থ। টিভি আম্পায়ার হিসেবে থাকবেন মাইকেল গফ। আর চতুর্থ আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক। ম্যাচ রেফারি হিসেবে ডেভিড বুন।

 

গ্রুপে ভারতের শেষ ম্যাচ রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ২ মার্চের ম্যাচের দায়িত্বে মাঠে থাকবেন মাইকেল গফ এবং রিচার্থ ইলিংওয়ার্থ। টিভি আম্পায়ার হিসেবে থাকবেন হোল্ডস্টক। এছাড়া পল রাইফেল থাকছেন চতুর্থ আম্পায়ার হিসেবে আর ডেভিড বুন থাকবেন ম্যাচ রেফারি হিসেবে।