নিজস্ব সংবাদদাতা: সোমবার শর্তসাপেক্ষে জামিন বিরাট ফ্যানের । শনিবার ইডেন গার্ডেনে ম্যাচ চলাকালীন মাঠের মধ্যে ঢুকে পড়ে এই বিরাট ফ্যান।
/anm-bengali/media/media_files/intBqjTeGG4JspOZXT4C.jpg)
সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া, অপরাধমূলক অনুপ্রবেশ এবং অন্যের জীবন ও ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত করার ধারায় মামলা হয় বিরাট ফ্যান ঋতুপর্ণ পাখিরার।