নিজস্ব সংবাদদাতা: আর জি কর কাণ্ডের প্রতিবাদে বিভিন্ন মহল থেকে উঠে আসছে প্রতিরোধ এবং বিদ্রোহ। শামিল হয়েছে বাংলার অন্যতম দুই চির প্রতিদ্বন্দ্বী ফুটবল দল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। আজ দুই দলের ডুরান্ড ডার্বি ম্যাচ ছিল যা ইতিমধ্যে বাতিল করে দেওয়া হয়েছে। তবে তবুও যুবভারতীর সামনে সমর্থকদের ভিড় উপচে পড়ছে।
ইস্টবেঙ্গল এবং মোহনবাগান অর্থাৎ লাল-হলুদ এবং সবুজ-মেরুন সমর্থকদের ভিড়ে সল্টলেক স্টেডিয়াম ছয়লাপ। তবে তার আগেই ঘোষণা করেছিল যে ম্যাচ বাতিল হয়ে গেলেও তাদের প্রতিবাদ থামবে না। সেই মতোই প্রচুর সমর্থক জড়ো হয়েছে এই মুহূর্তে যুবভারতীর সামনে।
ইস্টবেঙ্গলের সমর্থনে সেখানে এসেছেন অভিনেত্রী উষশী চক্রবর্তী। তিনি প্রশ্ন করেন যে আরজিকরের ভেতরে যখন ভাঙচুর হল তখন পুলিশি তৎপরতা দেখা যায়নি কিন্তু আজকে বলা হয়েছিল পুলিশে নিরাপত্তার অভাবে ম্যাচ বাতিল হবে। তাহলে এত পুলিশ কোথা থেকে এল? এরপরই তিনি প্রশ্ন করেন 'আমাদের কাছে অস্ত্র আছে? আমরা কি টেরোরিস্ট?'