আশা জাগিয়েছিলেন বিরাট কোহলি সহ গোটা ভারতীয় ক্রিকেট দল

গত কয়েক সপ্তাহ ধরে তিল তিল করে গড়ে ওঠা স্বপ্ন ভেঙে গিয়েছে ফাইনালে। গোটা টুর্নামেন্টে ভালো খেলা সত্ত্বেও এই হার যেন মেনে নিতে পারছে না দেশবাসী। আর টুর্নামেন্টে সর্বোচ্চ রান করে বিশ্বকাপ জয়ের ব্যাপারে আশা জাগিয়েছিলেন বিরাট কোহলি সহ গোটা ভারতীয় ক্রিকেট দল।

ধাক্কা খেয়েছিলেন দেশের ক্রিকেট প্রেমীরা।

বিশ্বকাপে বিরাট কোহলি আউট হতেই ধাক্কা খেয়েছিলেন দেশের ক্রিকেট প্রেমীরা। কিন্তু, সেই ধাক্কা সইতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি মুর্শিদাবাদের বেলডাঙা থানার বড়ুয়া কলোনির। ওই ব্যক্তির নাম সুকুমার বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, বিশ্বকাপে ভারতের হারের ধাক্কা সইতে না পেরে আত্মঘাতী হয়েছেন বাঁকুড়ার এক যুবক। ওই যুবকের নাম রাহুল লোহার (২৩)।