নিজস্ব সংবাদদাতা: হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে কার্যত বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। বাংলাদেশে ভারত বিদ্বেষী ও সংখ্যালঘু বিদ্বেষী মনোভাব ক্রমেই প্রকট হয়েছে। এই আঁচ এসে পড়েছে ভারত বাংলাদেশ ক্রিকেট ম্যাচেও। শুক্রবার কানপুরে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের সময় গ্রিন পার্ক স্টেডিয়াম চত্ত্বর সরগরম হয়ে ওঠে প্রতিবাদে। সেখানেই অপ্রীতিকর ঘটনা ঘটে যায়। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সেই চিত্র সচারচর দেখতে পাওয়া যায় না। স্টেডিয়ামের ভিতরেই আক্রান্ত হন বাংলাদেশের সুপার ফ্যান টাইগার রবি। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
চেন্নাইয়ে গ্রিনপার্ক স্টেডিয়ামে কয়েক জন দুষ্কৃতী দ্বারা আক্রান্ত হন বাংলাদেশের সুপার ফ্যান টাইগার রবি। পেটে আঘাত লেগেছে তাঁর। স্টেডিয়াম চত্বরেই কাতরে পড়ে ওই যুবক। হাসপাতালে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি বলেন, ‘ওরা আমার পিঠে ও তলপেটে আঘাত করেছে। আমি ঠিকমতো শ্বাস নিতে পারছি না।’
বাংলাদেশের এই সমর্থকের আক্রান্ত হওয়ার ভিডিও ভাইরাল হয়। কোথায় আঘাত লেগেছে নিরাপত্তারক্ষীদের দেখান রবি। যদিও পুলিশের তরফে জানানো হয়েছে, কাদের হাতে বাংলাদেশের সুপার ফ্যান রবি আক্রান্ত হয়েছে, তা এখনও জানা যায়নি।