মোদীকে এক হয়ে যাওয়ার অনুরোধ রাহুলের- খাড়গের পর এবার দ্বন্দ্ব ভুলে মোদীকে বিশেষ অনুরোধ রাহুলের- কি বললেন জানুন?
দ্বন্দ্ব ভুলে মোদীকে বিশেষ অনুরোধ খাড়গের- কী বললেন জানা দরকার আপনারও
বাইরে পাকিস্তান, আর ভেতরে লুকিয়ে থাকা ‘নেতৃত্বের মুখোশে’ কিছু মীরজাফর- আপনার ভাবনার বাইরে বড় দলকে নিশানা বিজেপি নেতার, কোন দলকে নিশানা করলেন বিজেপি নেতা?
হালাল কংগ্রেস নেতা গুলো আদৌ ভারতের তো? হালাল কংগ্রেস অর্থাৎ গাই বাছুর কংগ্রেস এরকমই- কংগ্রেসকে এযাবৎ চরমতম নিশানা
আমাদের দোষ কী? আমাদের কেন শাস্তি দেওয়া হচ্ছে? পাকিস্তানী মহিলা তুললেন প্রশ্ন
কেমন যাবে তুলা রাশির আজকের দিন?
কেমন যাবে বৃশ্চিক রাশির আজকের দিন?
রাশিফল- এই দুই রাশির দিন আজকে দারুন যাবে
রাশিফল: এই ২ রাশি যদি আপনার হয় তাহলে আজ আপনার রাশিফল দেখা উচিত- লজ্জা, বিপদ

এবার হকি- ভারতের কাছে গোহারা হারল পাকিস্তান- কত ব্যবধান জানেন?

ভারতের কাছে গোহারা হারল পাকিস্তান। 

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
c

নিজস্ব সংবাদদাতা: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত সাফল্য পেল ভারত। ভারতের কাছে গোহারা হারল পাকিস্তান। ১৪ সেপ্টেম্বর এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ-পর্বের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মুখোমুখি মাঠে নামে। এই ম্যাচে ভারত ২ গোল করে এবং অপরদিকে ১ গোল করে পাকিস্তান। ভারতের শক্তিশালী ডিফেন্ডার সামনে ১ গোলেই ম্যাচ শেষ করতে হয় পাকিস্তানকে।

c

যদিও ম্যাচের প্রথমে পাকিস্তানের আহমাদ নাদিম তার দলকে অপ্রত্যাশিত লিড এনে দিয়েছিল, তবে এর পরেই, ভারত পেনাল্টি কর্নার পায় এবং চাপের মধ্যে অধিনায়ক হরমনপ্রীত সিং ভারতের হয়ে ম্যাচের প্রথম গোলটি করে পাকিস্তানের বিরুদ্ধে সমতা ফিরিয়ে আনেন। এরপরে ফের ম্যাচের দ্বিতীয়ার্ধে দ্বিতীয় গোলটিও করে হরমনপ্রীত সিং এবং ভারতের জয় নিশ্চিত করেন। এই বিষয়ে হকি ইন্ডিয়ার তরফে ট্যুইট করে বলা হয়েছে, "এবার পাকিস্তানের বিরুদ্ধে টুর্নামেন্টে আরও একটি জয় পেল টিম ইন্ডিয়া। ক্যাপ্টেন হরমনপ্রীত সিং ২ টি পেনাল্টি কর্নারে গোল করে খেলায় তার কর্তৃত্বকে ছাপ দিয়েছেন"। ভারতের এই সাফল্যে উচ্ছাসিত ভক্তরা।