নিজস্ব সংবাদদাতা: রবিবার বিশ্বকাপের ফাইনাল। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের জন্য লড়াই করবে ভারত ও অস্ট্রেলিয়া। এরমধ্যেই চলতি বিশ্বকাপে সেরা খেলোয়ারদের তালিকা প্রকাশ পেয়েছে। সেই তালিকায় বেশ কয়েকজন ভারতীয় খেলোয়ার নিজেদের জায়গা করে নিয়েছেন।
আইসিসির তরফে প্রকাশ করা তালিকায় প্রথমেই রয়েছে বিরাট কোহলির নাম। চলতি বিশ্বকাপেই তিনি শচিন তেল্ডুলকারের শতরানের হাফ সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করেছেন। শুধু তাই নয়, এই বিশ্বকাপে তিনি সব থেকে বেশি রান সংগ্রহ করেছেন। বিরাট কোহলি শুধু এই টুর্নামেন্টে ৭১১ রান করেছেন। এই রান শুধু এই টুর্নামেন্টেই সর্বোচ্চ নয়, বিশ্বকাপের ইতিহাসে এই রান আগে কোনও ক্রিকেটার করেননি। তিনি শুধু রান সংগ্রহ করেছেন এই টুর্নামেন্ট থেকে তা নয়, তিনি উইকেটও নিয়েছেন। অন্যদিকে, টুর্নামেন্টে সর্বোচ্চ রানের তালিকায় যেমন রয়েছে ভারতীয় ক্রিকেটারের নাম, তেমনি সর্বোচ্চ উইকেট নেওয়ার ক্ষেত্রেও রয়েছে ভারতীয় বোলারের নাম।
এই টুর্নামেন্টে মহম্মদ শামির বল থেকে যেন আগুন ঝরছে। চলতি বিশ্বকাপে মহম্মদ শামি সব থেকে বেশি উইকেট নিয়েছেন। বর্তমানে মহম্মদ শামি বিপক্ষ দলের যে কোনও ক্রিকেটারের আতঙ্কের কারণ হয়ে উঠেছেন। বিরাট কোহলি ও মহম্মদ শামির নামেই ভারতীয় খেলোয়ারদের তালিকা শেষ হয়নি। এই তালিকায় নিজের জায়গা করে নিয়েছেন ভারতীয় বোলার যশপ্রীত বুমরাও। এই টুর্নামেন্টে তিনি এখনও পর্যন্ত ১৮টি উইকেট নিয়েছেন। আর রয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তাঁর ব্যাটিং ক্রিকেট বিশেষজ্ঞ থেকে দর্শক সকলের মন জয় করে নিয়েছে। তিনি ১২০ -এর বেশি স্ট্রাইক রেটে ৫৫০ রান করেছেন। তিনি আইসিসির হিটম্যানের তালিকায় নিজের জায়গা করে নিয়েছেন রোহিত শর্মা।
ভারতীয় দলের চার ক্রিকেটারের পাশাপাশি আইসিসির তালিকায় রয়েছে অস্ট্রেলিয়ার দুই খেলোয়ারের নাম। গ্লেন ম্যাক্সওয়েল এবং অ্যাডাম জাম্পাও রয়েছেন এই তালিকায় রয়েছেন বলে জানা গিয়েছে। টুর্নামেন্টে সব থেকে বেশি উইকেট নেওয়ার তালিকায় শামির পরেই রয়েছে অ্যাডাম জাম্পাও-য়ের নাম। এই অজি লেগ স্পিনার মোট ২২টি উইকেট নিয়েছেন। ম্যাক্সওয়েলের দ্বিশত রানকে অস্বীকার করার জায়গা নেই। চার শতরান করা কুইন্টন ডি'কক রয়েছেন আইসিসির সেরার তালিকায়। এই বিশ্বকাপ তাঁর জীবনের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। রচিন রবীন্দ্র জীবনের প্রথম বিশ্বকাপে ৫৭৮ রান করেছেন। পাশাপাশি তিনি পাঁচটি উইকেটও নিয়েছেন। বিচারকদের বিচারের সেরার শিরোপা কে পাবেন, তার জন্য রবিবার পর্যন্ত ক্রিকেট প্রেমীদের অপেক্ষা করতেই হবে।