লাস্ট বলে ছক্কা হাঁকিয়ে বিজয়ী টিম মুম্বাই

শুক্রবার মেয়েদের প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচে জিতল গত বারের চ্যাম্পিয়নেরা। অর্ধশতরান করে গুরুত্বপূর্ণ অবদান রাখলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর।

author-image
Shroddha Bhattacharyya
New Update
Wome

নিজস্ব সংবাদদাতা: মেয়েদের প্রিমিয়ার লিগের কাল ছিল ফাইনাল খেলা। শেষ বলে দরকার ছিল ৫ রানের। সেই বলেই ছক্কা হাঁকিয়ে ম্যাচ জিতে নিল গতবারের চ্যাম্পিয়ন টিম মুম্বাই। শেষ ওভারে জেতার জন্য দরকার ছিল ১০ রান। শেষ ওভারে প্রথম বলেই আউট হয়ে যান পূজা বস্ত্রকর। চতুর্থ বলে চার মারেন হরমনপ্রীত। পঞ্চম বলে ছয় মারতে গিয়ে তিনি আউট হয়ে যান। ষষ্ঠ বলে পাঁচ রান দরকার হলেও সাজনা ছয় মেরে দলকে জিতিয়ে দেন।

মুম্বইয়ের অধিনায়ক হরমনপ্রীত টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত সফল হল। শবনিম ইসমাইল শুরুতেই ফিরিয়ে দেন শেফালি বর্মাকে। কিন্তু দ্বিতীয় উইকেটে মেগ ল্যানিং এবং অ্যালিস ক্যাপসির জুটি চাপে ফেলে দেয় মুম্বইকে।

এরপর মাঠে নামেন জেমাইমা রদ্রিগেস। শুরু থেকেই আক্রমণ করতে থাকেন মুম্বই বোলারদের বিরুদ্ধে। উল্টো দিকে অর্ধশতরান করে ফেলেন ক্যাপসিও।

খেলার শেষ পর্যন্ত এর পর দলকা একাই টেনে নিয়ে যান হরমন। তিনি ৩৪ বলে ৫৩ রান করেন। শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলো মুম্বাই।

publive-image

publive-image

publive-image

publive-image