এশিয়া সেরা ভারতের মহিলা ব্যাডমিন্টন দল

আবারও ভারত, জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পেলো। খেলার ইতিহাসে প্রথমবার এশিয়া চ্যাম্পিয়ন (Badminton Asia Team Championship) হল ভারতের মহিলা ব্যাডমিন্টন দল।

author-image
Shroddha Bhattacharyya
New Update
TW

নিজস্ব সংবাদদাতা: ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাইল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারালেন পিভি সিন্ধুরা। ব্যাডমিন্টন খেলার ইতিহাসে এই প্রথম। দেশের মাথা উঁচু করে দিয়ে এশিয়া চ্যাম্পিয়ন (Badminton Asia Team Championship) হল ভারতের মহিলা ব্যাডমিন্টন দল। সিন্ধু (PV Sindhu) ছাড়াও ভারতের হয়ে ফাইনালে জয় ছিনিয়ে এনেছেন আনমোল খারব এবং গায়ত্রী গোপীচন্দ-তৃষা জলি জুটি। ফাইনালে নামার আগে আত্মবিশ্বাসী ছিল ভারতীয় মহিলা ব্যাডমিন্টন দল।
প্রথম ম্যাচে দু'বারের অলিম্পিক্স পদকজয়ী ৩৯ মিনিটে ২১-১২, ২১-১২ ব্যবধানে হারিয়ে দেন তাইল্যান্ডের সুপানিন্দা কাথেংকে। দ্বিতীয় ম্যাচেও জয় পায় ভারত। গায়ত্রী-তৃষা জুটি ২১-১৬, ১৮-২১, ২১-১৬ ব্যবধানে হারান জংকলফাম কিতিথারকুল-রাউইন্দা প্রাজঙ্গল জুটিকে। তৃতীয় গেমে এক সময় ৬-১১ ব্যবধানে পিছিয়ে পড়েছিল ভারতীয় জুটি। সেখানে থেকে দুরন্ত লড়াই করে গেম এবং ম্যাচ ছিনিয়ে নেন গায়ত্রী-জলি।প্রতিপক্ষ হিসেবে তাইল্যান্ড মোটেই সহজ ছিলোনা। তবুও, দুর্দান্ত খেলা খেলে সিন্ধু এবং তাঁর সতীর্থেরা স্মরণীয় জয় উপহার দিলেন ক্রীড়াপ্রেমীদের।

 

add 4.jpeg

cityaddnew

স

স