নিজস্ব সংবাদদাতা: বিশ্বকাপের শুরু থেকে এখনও পর্যন্ত একটি ম্যাচও হারেনি মেন ইন ব্লু-এর দল। এখনও পর্যন্ত গ্রুপ লিগের শীর্ষে রয়েছে টিম ইন্ডিয়া। আর আজ চলছে সেই গ্রুপ লিগে ভারতের শেষ ম্যাচ।
আজ নেদারল্যান্ডসের বিরুদ্ধে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এখনও পর্যন্ত একটি উইকেটও পতন হয়নি। আজ টিম ইন্ডিয়া ৯-এ ৯ হয় কিনা, এখন সেটাই দেখার।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)