শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান: শ্রীলঙ্কা কি পারবে জয়ের ধারা বজায় রাখতে ?

আফগানদের তিন ব্যাটার- রহমানুল্লা গুরবাজ (৬৫), ইব্রাহিম জার্দান (৮৭), রহমত শাহ (৭৭)। জয়ে বড় অবদান রাখেন ৪৯ রানে ৩ উইকেট নেওয়া আফগান স্পিনার নুর আহমেদ। অন্যদিকে, শেষ ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা।

author-image
Adrita
New Update
ড

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ মুখোমুখি হয়েছে আফগানিস্তান-শ্রীলঙ্কা। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনে স্টেডিয়ামে। ম্যাচে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠিয়েছে আফগানিস্তান। লঙ্কানদের হয়ে ওপেনিংয়ে পাথুম নিশঙ্কা ও দিমুথ করুনারত্নে।

  • চলতি বিশ্বকাপে এখনও অবধি ৫ ম্যাচ খেলে ২টিতে জিতে পয়েন্ট টেবলে আপাতত পাঁচে কুশল মেন্ডিসরা। একইরকম ভাবে ৫ ম্যাচ খেলে ২টিতে জিতে সাতে রয়েছেন রশিদ খানরা। জয়ের হ্যাটট্রিকের খোঁজে আফগানদের বিরুদ্ধে আজ নামছে লঙ্কানরা। আফগানরা তাদের শেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসী। ফলে পুনেতে দুই দলই আত্মবিশ্বাস সঙ্গে করে নামবে। এবং চাইবে ২ পয়েন্ট তুলে নিতে। এই ম্যাচে দুই দলের ক্রিকেটাররা একাধিক রেকর্ড গড়তে পারেন। 

hiring 2.jpeg

শুরুটা হার দিয়ে হলে মাঝে ইংল্যান্ডকে হারিয়ে অঘটন ঘটায় আফগানরা। তবে এরপর ফের ছন্দপতন। কিউয়িদের কাছে হারে রশিদ খানরা। ফের শেষ ম্য়াচে পাকিস্তানকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে আফগানিস্তান। শ্রীলঙ্কার বিরুদ্ধে এ বার তৃতীয় জয়ের সন্ধানে নামবেন হসমাতুল্লাহ শাহিদির দল। অন্যদিকে হার দিয়ে শুরু করলেও টানা দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থান দখল করেছে কুশল মেন্ডিসের দল। আফগানদের বিরুদ্ধে জয়রথ ধরে রাখতে মরিয়া হয়ে উঠবে লঙ্কানরা। 

ভারতের বিরুদ্ধে বড় ম্যাচ খেলতে নামার আগে শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস জানিয়েছেন, তিনিও টস জিতলে ব্যাট করতেন। কারণ, এই ম্যাচ থেকে বেশি রান চান তাঁরা। তাহলে ভারতের বিরুদ্ধে হাতে বড় রান রেট থাকবে তাঁদের। উল্টোদিকে বিশ্বকাপে এই প্রথম জয়ের হ্যাটট্রিক চায় আফগানিস্তান। সেইকারণে এই ম্যাচেও মুজিব, রশিদ, নবিদের উপরেই ভরসা আফগান অধিনায়ক হাসমাতুল্লা শাহিদির। 

 

hiring.jpg

আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচে দুই দলের ক্রিকেটাররা যে মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন যারা-- 

১. মহেশ থিকশানা – আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে উইকেটের হাফসেঞ্চুরি পূর্ণ করার জন্য শ্রীলঙ্কান ক্রিকেটার মহেশ থিকশানার প্রয়োজন আর ৩টি উইকেট।

২. সাদিরা সমরবিক্রমা – ওডিআইতে ১ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করার জন্য শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার সাদিরা সমরবিক্রমার প্রয়োজন আর ৯০ রান।

৩. কুশল মেন্ডিস – শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ৩৫০০ রানের রেকর্ড থেকে ৫৬ রান দূরে রয়েছেন।

৪. মুজিব উর রহমান – আফগান তারকা মুজিব উর রহমানের ওডিআইতে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করার জন্য চাই আর ৩টি উইকেট।

৫. মহম্মদ নবি – আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ১০০টি ছক্কার মাইলস্টোন গড়ার জন্য মহম্মদ নবির প্রয়োজন আর ২টি ছয়।

৬. হসমতউল্লাহ শাহিদি – আফগান অধিনায়ক হসমতউল্লাহ শাহিদির ওডিআইতে ২ হাজার রান পূর্ণ করার জন্য আর প্রয়োজন ৫৭ রান।

৭. চরিথ আসালঙ্কা – ওডিআইতে ১৫০০ রানের মাইলস্টোন স্পর্শ করার পথে রয়েছেন চরিথ আসালঙ্কা। আর ৭৯ রান করলেই আসালঙ্কার একদিনের ক্রিকেটে ১৫০০ রান পূর্ণ হয়ে যাবে।