নিজস্ব সংবাদদাতা: ম্যাচ গড়াপেটার পর আবার বিতর্কে জড়িয়ে পড়লেন ভারতীয় ক্রিকেটার এস শ্রীসন্থ। তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠল এবার। শ্রীসন্থের নাম ব্যবহার করে কেরলের এক যুবকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা চাওয়া হয়েছে বলে অভিযোগ। থানায় শ্রীসন্থসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কেরলের কান্নুর জেলার এক যুবক জানিয়েছেন যে ২০১৯ সালের ২৫ এপ্রিলের আগে তাঁর সঙ্গে রাজীব কুমার ও বেঙ্কটেশ কিনি নামের দুই ব্যক্তির পরিচয় হয়। তাঁরা জানান যে কর্ণাটকের কল্লুর জেলায় ক্রীড়া অ্যাকাডেমি তৈরি করছেন। তার অংশীদার শ্রীসন্থ। শ্রীশকে প্রস্তাব দেওয়া হয় যে তিনি অ্যাকাডেমির অংশীদার হতে চাইলে টাকা দিতে হবে।
শ্রীসন্থের নাম শুনে ওই ব্যক্তি আগ্রহ দেখান। তার পর ধাপে ধাপে মোট ১৮ লক্ষ ৭০ হাজার টাকা দেন তিনি। কিন্তু সম্প্রতি জানতে পারেন যে সেখানে কোনও অ্যাকাডেমি তৈরিই হচ্ছে না। তাই পুলিশের কাছে গেলেন তিনি। ২০১৩ সালে শ্রীসন্থের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ ওঠার পর তাঁকে গ্রেফতার করে দিল্লি পুলিশ।