নিজস্ব সংবাদদাতাঃ চলতি বছরের অলিম্পিক প্রতিযোগিতা শুরু হয়েছে। বিশেষ ব্যবস্থা নিয়েছে আয়োজকেরা। সূত্র মারফত জানা গিয়েছে যে, আয়োজকেরা এমন এক বিছানার আয়োজন করেছে, যাতে প্রতিযোগীরা যৌনতায় লিপ্ত হতে পারবেন না।
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, ২০২১ সালের টোকিয়ো অলিম্পিকেও এই ব্যবস্থা করা হিয়েছিল। এই ঘটনায় প্রতিযোগীরা স্বাচ্ছন্দ্যের অভাবের কারণে এর প্রতিবাদ করেছিল। তবে আয়োজকরা তাতে কান দেয়নি বলেই জানা গিয়েছে। এই বিছানা নিয়েই ' এক্স ' মাধ্যমে আয়ারল্যান্ডের জিমন্যাস্ট রাইস ম্যাকলেনাঘান এক ভিডিও পোস্ট করেছেন। তাতে সেই বিছানায় লাফাতে দেখা গিয়েছে।
ভিডিওতে তিনি বলেন যে, '' গত বারও আমি বিছানা পরীক্ষা করেছিলাম। সে বার আমার পরীক্ষায় পাশ করেছিল এই বিছানা। সে বার হয়তো আমি খুব বেশি কঠিন পরীক্ষা নিইনি। ''